Monday, June 22, 2015

"অতঃপর ক্ষমা" -হাবিব রহমান

অতঃপর ক্ষমা
_____________________________
আর তারপর সয়ে যায়,
সয়ে যায় কত শত ক্ষত
বিলীন হয়ে যায়, রাত জাগা ইচ্ছে গুলো।

"সেই আমি" -হাবিব রহমান

সেই আমি
----------------

ফিরে যায়
ইচ্ছেদের গলা টিপে হত্যার দিন গুলোতে।

Grave of the Fireflies (1988) " একটি নির্মল ভালোবাসার গল্প "

আইএমডিবি রেটিংঃ ৮.৫/১০
জনরাঃ অ্যানিমেশন | ড্রামা | যুদ্ধ
ডিরেক্টরঃ ইসাও তাকাহাতা
মুভির পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। জাপানের এই অ্যানিমেশন মুভিটি যুদ্ধবিরোধী মুভি, যেখানে দেখানো হয়েছে এক জোড়া ভাই- বোনের যুদ্ধের সময় বিভিন্ন প্রতিকুলার মধ্য দিয়ে যাওয়ার গল্প। দুই ভাই-বোনের মাধ্যমে পরিচালক যুদ্ধ চলাকালীন সময়ে জাপানের সাধারণ মানুষের দুঃখ, দূদর্শা তুলে ধরার চেষ্টা করেছেন।