Saturday, August 15, 2015

কাব্যিক ক্ষত___হাবিব রহমান

___________________
নির্ঘুম কালো রাত।
চাঁদটা বড় নিঃসঙ্গ,
হাত বাড়ালেই দেখা নেই কোনো দ্বিতীয় সত্তার।


নিঃসঙ্গতার দংশনে হিয়া একাকার,
ওপাড়ের দুঃখ গুলো অশ্রু হোক সহস্র বার।

গোধূলির সাধনা মধ্য নিশিতে হাহাকার,
বাতাসের স্পর্শে প্রায়শ্চিত্তের ঘ্রান,
ছুঁয়ে যাক চিত্তে,
হয়ে থাক প্রান।

ওপাড়ের দিনগুলো ছায়া হয়ে ভাবায়,
কতনা কাব্যিক ক্ষত,
আহা-বেদনা জাগায়।

কতনা স্বপ্ন কতনা চাওয়া চরণ পৃষ্ট হয়,
এখানে পিছুটানের অভিপ্রায়ে হারানোর কথা নয়।

নিঃসঙ্গতা অগ্রসর
আহা-এ যে কাব্যিক ঝড়,
ভোরের আলো বলে বেরায়,
কবি এলগ্নে কতো অসহায়।

1 comment:

  1. ছুঁয়ে যাক চিত্তে,
    হয়ে থাক প্রান।

    ReplyDelete