Monday, June 22, 2015

"সেই আমি" -হাবিব রহমান

সেই আমি
----------------

ফিরে যায়
ইচ্ছেদের গলা টিপে হত্যার দিন গুলোতে।


আবেদনের দিন গুলোতে
ইচ্ছে হলেই মন খারাপ করা যায়
একা থাকা যায় পুরো বসন্তকাল।

মনে পরে,
কেঁদে উঠা একলা রাতের শুনশান নীরবতা
অথবা ছুয়ে থাকার তীব্র কামনা।

স্মৃতিময় মধ্য লগনে
হতভম্ব হয় অনিশ্চয়তাই,
সীমিত অনুভূতি অথবা হাতরে দেয়া মায়াজাল।

বজ্রপাতে ভয় পায়না
মেঘের আড়ালে হারাতেও আপত্তি নেই,
শুধু থমকে যায় আসন্ন একাকিত্তের কারাগারের ভাবনায়।

লণ্ঠনের মৃদু আলোতে অস্তিত্ব খুঁজে বেড়াই,
আঁকড়ে ধরে জোনাকিরা,
কেমন যেন এক উন্মাধনা।

তিমির প্রবেশ করি_জীবনের জটিলতায়
প্রিয় গানের কথাতে চমকে উঠি,
বিষণ্ণ ছিলাম কতকাল।

বেলা শেষে ভুলি অসহায় আর্তনাদ,
প্রভাতে ফিরে পায়_সেই আমায়।

No comments:

Post a Comment