Tuesday, April 2, 2019

"কাব্যিক সতর্কবার্তা"

সুকন্যা_প্রেমে পড় না,
আমার মতন কোন উন্মাদ প্রেম পিয়াসুর প্রেমে পড় না
প্রেমে পড়লে আঁকড়ে থাকবে চিরকাল নিদারুণ প্রনয়ে।

আমার মতন কাব্য প্রেমীর প্রেমে পড় না,
আমি বন্দী প্রেমের বিষাদে জ্বলতে থাকা কোন এক ধূসর রঙের কারাগারে
আমি লেগে আছি প্রেমের কাঁটাপথ পাড়ি দেওয়া অনুত্তীর্ণদের মিউজিয়ামের দেয়ালে
আজকাল তাই আমায় ছুঁয়ে থাকে অমানিশায় মুচড়ে পড়া স্মৃতি বিলাসে।

মায়া বিভ্রান্তির জালে জড়ানো "আমার" প্রেমে পড় না,
প্রেমে পড়লে বিলিয়ে যাবে মনোজগতের গভীর রাজ্যে
বিলিয়ে যাবে বিষণ্ণ কোন এক সুনসান নীল নদীর ধারে

বড্ড লোভী প্রেমিক আমি_কিছুটা অশ্লীলও
প্রেমে পড়লে তোমার নিশ্বাসে চুমু খাবো খুব সযত্নে
চুমু খাবো তোমার সুখ অথবা বিষাদময় স্মৃতি গুলোতে
চুমু হতে পারে আনন্দ অশ্রুতে মিশে থাকা তোমার আঁখি দুটোতে।

খুব করে বলছি_প্রেমে পড় না
যত্নে আর আঁকড়ে রাখা খুব চিরাচরিত প্রেমিক আমি
আমি আঁকড়ে রব তোমার আগাম স্মৃতিতে অথবা নিষ্ঠুর অতীতের প্রলাপে
জ্যোৎস্না বিলাসে না থাকলেও তোমার মন খারাপের রাতে ঠিকই ধরা দেবো।

আমার মতন নির্ভীকের প্রেমে পড় না
বিশেষ দিনের বিশেষ আবেদনে থাকতে পারে তোমার আনাগুনা
সময়ের বিবর্তনে পারিবারিক ফ্রেমে হতে পারে তোমার যোগদান।
সুকন্যা_তাই আগাম আভাস দিচ্ছি প্রেমে পড়না। 

৪ জুন, ২০১৬

"প্রাক্তন প্রেমিক বলছি"

প্রিয় অর্ধাঙ্গিনী_তুমি শুনছো?
এ-বেলার নীরস, কর্পোরেট ও বিরক্তকর আমিও একদা প্রেমিক ছিলাম।
কুয়াশায় জর্জরিত কোন এক নির্জন সকালে আমিও মেয়াদ উত্তীর্ণ সুগন্ধি গায়ে জড়িয়ে অপেক্ষার প্রহর গুনেছি,
অথবা আমিও ছিলাম বৃষ্টিস্নাতে ভেসে যাওয়া দ্বিতীয় প্রহরে প্রিয়ার অভিমানে লেগে থাকা দুরূহ অশ্রুতে।
কোন এক কড়া রৌদ্রের ভীষণ ক্লান্তিকর দিনে আমিও প্রিয় অবয়বরের সান্নিধ্যে অপেক্ষায় থেকেছি অবিরামভাবে,
অথবা আমিও আঁট নাম্বার বাসে তাজা গোলাপ বয়ে বেড়িয়েছি কারো খোপায় গুঁজবো বলে।
অর্ধাঙ্গী জানো কি?
অভিলাষী আর স্বচ্ছ অনুভুতিতে আমিও কতশত কবিতার কথামালা ড্রাফ্টে জমা করেছি,
প্রিয় গল্প কিংবা উপন্যাসের প্রিয় চরিত্রের কল্পনাবিলাসে উড়ে বেড়িয়েছি বারংবার,
অথবা কোন রোম্যান্টিক সিনেমার শেষ দৃশ্যে আমিও প্রিয়ার স্পর্শ অনুভব করেছি।
আমিও একদা প্রেমিক ছিলাম জানো?
ছুঁয়ে গিয়েছিল আবেগ_ভুলে ছিলাম আমার প্রার্থনায় প্রাক্তনের বিষাদের চুমো খাওয়া,
ভুলে ছিলাম পাওয়ার হিসেবের খাতার শুন্যের রাজকীয়তার আহাজারি।
আর তারপর?
তারপর বাস্তবতার আঘাতে চেতনায় ফিরে আসি_আলেয়ার পৃথিবী প্রস্থান,
ফিরে আসি নাট্যমঞ্চের এই পৃথিবীতে_প্রবঞ্চনার তিক্ত স্বাদে এ-বেলার আমি প্রলাপ করি "অর্ধাঙ্গিনী তুমি শুনছো? আমিও একদা প্রেমিক ছিলাম......