Saturday, August 15, 2015

ইচ্ছেরা-হাবিব রহমান

আমি বরং তোমার চোখ দুটো কে ভালবাসবো,
চাহনির আঘাতে আহত হয়েছি কতবার

কাব্যিক ক্ষত___হাবিব রহমান

___________________
নির্ঘুম কালো রাত।
চাঁদটা বড় নিঃসঙ্গ,
হাত বাড়ালেই দেখা নেই কোনো দ্বিতীয় সত্তার।

অনুতাপ_____হাবিব রহমান

_____________________
আনমনে হারিয়ে যাওয়া সেই বিষাদ নগরীটা,
যেখানে বসবাস ছিলো প্রিয়ার,
দেখি আজো তাহার অবয়ব ছুটে বেরায়।

অভিনয়__হাবিব রহমান

অভিনয়
_________________

কুয়াশার ভিড়ে খুঁজেছি তোকে
তুই কি ছিলি?
নাকি হারিয়ে গিয়েছিলি প্রথমা শিশিরে।

অঘোষিত বন্য__হাবিব রহমান

অঘোষিত বন্য
_________________

হিংস্র শুঁকুনের ন্যায় উড়ছে,
ওরা পরোয়া করেনা বৃদ্ধের পুড়ে যাওয়া হাত দুটুকে।
পরোয়া করেনা_এই দুই হাতে মিশে থাকা আগমনী স্বপ্ন গুলোকে।

রূপান্তর__হাবিব রহমান

__________

আত্মহত্যা করেছে মুঠোফোন
কথা বিনিময়ের আবেদন হারিয়ে গেছে

অহেতুক প্রণয়______হাবিব রহমান

________________________________________

একটা দীর্ঘ ঝড়ের পর ফিরে এলে কেমন হয়?
না ভুল_ঝড়টাকে ইরেজার দিয়ে মুছে ফেললে কেমন হয়?

আকুতি___হাবিব রহমান

........................

সময় অতিবাহিত হল মাত্র
ভালোবাসা আর হয়ে উঠলো না,
না হল চাহিদার ছড়াছড়ি
হল না আবেগের ভাগাভাগি

নিশাচার__হাবিব রহমান


অন্ধকার,
সেতো মিত্র
সীমাহীন পথে খোজে নেয় অবেহেলিত মুখ।