Thursday, February 18, 2021

~ব্যক্তিগত বেদনা~

 ব্যাকুল হয়ে কৌতুহলে জিজ্ঞাসাবাদ চলল কেমন আছি
বললাম আমার না খুব মরে যেতে ইচ্ছে করে জানেন?
নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বস্ব হারানো কৃষকের মতো আমার মরে যেতে ইচ্ছে করে।

জন্মের অভিশাপে আজন্ম প্রায়শ্চিত্তে ধুলোমাখা কেশের কিশোরীর ফুল বিক্রির আকুতি দেখে আমার মরে যেতে ইচ্ছে করে।
বাক স্বাধীনতা হারানো নষ্টদের নষ্টে জর্জরিত একটা স্বাধীন দেশের মূলনীতির মতো আমারও মরে যেতে ইচ্ছে করে।

প্রেয়সীর ভালোবাসা, অভিমান বা দেহের তিলে এক আগন্তুকের দেয়া কপিরাইটের মামলা বয়ে বেড়ানো প্রেমিকের মতো আমার মরে যেতে ইচ্ছে করে।

এ শহরে যুবকদের খামে ভরা স্বপ্ন গুলো বিজয় সরণির ট্রাফিক জ্যামে আটকে পরা বাসের মতো
কিংবা নব্য কবি-লেখকের অপ্রাপ্তির খাতায় প্রকাশনীর অধিপতির অবজ্ঞা উপেক্ষার মতো মরে যেতে ইচ্ছে করে।

ওপাশ থেকে অসন্তোষের আওয়াজ আসলো
"কাব্যিকতা ছাড়ো বাপু!", কেমন আছো বল ব্যক্তিগত বেদনার আদলে
বললাম আমার জেলাভিত্তিক শাখার আহাজারি ও আর্তনাদ গুলো কেন্দ্রীয় শাখায় পৌছালেই সাপ্তাহিক ছুটি।

ব্যক্তিগত বেদনা? এ স্বার্থপর, প্রত্যাখ্যানের যুগেও পরম স্নেহে আমার দুঃখের তরী সামলানো নাবিকের ছেড়ে যাওয়া সহস্র দূরত্বে আমার মরে যেতে ইচ্ছে করে।

গল্পকথনে বর্তমান কাল আমার খুব প্রিয়, নাবিকের অতীতে রুপান্তরের বিস্ফোরণে কলিজা ছিঁড়ে একশো এক টুকরো হওয়া পিণ্ডের মতো আমার মরে যেতে ইচ্ছে করে।

১২-০২-২০২১

Wednesday, February 10, 2021

"দুইশত তেতাল্লিশ কিলোমিটার"

এই দেয়াল, এই গলি, এই শহরে_কতশত প্রেম প্রনয় অভিধানে তালিকাভুক্ত হল বলে
প্রিয়তে আগলে রাখা স্মৃতি ভাণ্ডার আর্তনাদে রুপান্তর কৌশলে।

এই দূরত্ব, এই আকাঙ্ক্ষা, এই আঘাত, এই উৎকণ্ঠা_ভেতরে আগ্নেয়গিরির প্রসাধনী
অন্তর জগতের সুতোর টানে অজস্র পাহাড়-পর্বত সন্ধিতে সমতল ভূমি।

এই অভ্যন্তরীণ হুংকার, এই ক্ষুধা, হিয়া বিরোধী আদিম কামনার দ্বন্দ্ব_অনুপস্থিতির অশ্রুপাতে গঠিত হল বিদ্রোহের সাক্ষ প্রমাণ
সুশ্রী অবয়ব, দৈহিক আকর্ষণ বড়  ফিকে_অর্জনের প্রার্থনায় স্থান নিলো মোনাজাত কিংবা পুজোর রক্তজবার ঘ্রাণ।

আকস্মিক, এই অপরিকল্পিত বিচ্ছেদে বিধবে কাঁটা_চাওয়া পাওয়ায় চিত্ত অকুতোভয়
প্রেমময় তৃষ্ণা নিবারণে প্রিয়ার সন্নিকটে খুঁজবে আমরণ আশ্রয়।

হাজার বছরের গন্তব্য স্থির_কেবল দূরত্বের ভীতি কিলোমিটারে মাপা গাণিতিক ভুল
অপারগতার সংশয়ে আশ্বস্ততার আলিঙ্গন, আগাম ঝড়ের শনিরেখায় চায়ের কাপে নির্ভরতার চুমুকে মশগুল।

বিচ্ছিন্ন কণ্ঠস্বর, বিচ্ছিন্ন বার্তা, বিচ্ছিন্ন মুঠোফোন, বিচ্ছিন্ন পারস্পরিক সমঝোতা
নিশ্চিহ্ন হবে জড়তা_শান্তিচুক্তিতে ঘটিত অবহেলার ক্ষত, অতঃপর আত্ব আন্দোলনের স্ব-পুরস্কৃত শ্রেষ্ঠ বিজয়দাতা। 


০৪-০২-২০২১