Wednesday, February 10, 2021

"দুইশত তেতাল্লিশ কিলোমিটার"

এই দেয়াল, এই গলি, এই শহরে_কতশত প্রেম প্রনয় অভিধানে তালিকাভুক্ত হল বলে
প্রিয়তে আগলে রাখা স্মৃতি ভাণ্ডার আর্তনাদে রুপান্তর কৌশলে।

এই দূরত্ব, এই আকাঙ্ক্ষা, এই আঘাত, এই উৎকণ্ঠা_ভেতরে আগ্নেয়গিরির প্রসাধনী
অন্তর জগতের সুতোর টানে অজস্র পাহাড়-পর্বত সন্ধিতে সমতল ভূমি।

এই অভ্যন্তরীণ হুংকার, এই ক্ষুধা, হিয়া বিরোধী আদিম কামনার দ্বন্দ্ব_অনুপস্থিতির অশ্রুপাতে গঠিত হল বিদ্রোহের সাক্ষ প্রমাণ
সুশ্রী অবয়ব, দৈহিক আকর্ষণ বড়  ফিকে_অর্জনের প্রার্থনায় স্থান নিলো মোনাজাত কিংবা পুজোর রক্তজবার ঘ্রাণ।

আকস্মিক, এই অপরিকল্পিত বিচ্ছেদে বিধবে কাঁটা_চাওয়া পাওয়ায় চিত্ত অকুতোভয়
প্রেমময় তৃষ্ণা নিবারণে প্রিয়ার সন্নিকটে খুঁজবে আমরণ আশ্রয়।

হাজার বছরের গন্তব্য স্থির_কেবল দূরত্বের ভীতি কিলোমিটারে মাপা গাণিতিক ভুল
অপারগতার সংশয়ে আশ্বস্ততার আলিঙ্গন, আগাম ঝড়ের শনিরেখায় চায়ের কাপে নির্ভরতার চুমুকে মশগুল।

বিচ্ছিন্ন কণ্ঠস্বর, বিচ্ছিন্ন বার্তা, বিচ্ছিন্ন মুঠোফোন, বিচ্ছিন্ন পারস্পরিক সমঝোতা
নিশ্চিহ্ন হবে জড়তা_শান্তিচুক্তিতে ঘটিত অবহেলার ক্ষত, অতঃপর আত্ব আন্দোলনের স্ব-পুরস্কৃত শ্রেষ্ঠ বিজয়দাতা। 


০৪-০২-২০২১

No comments:

Post a Comment