Wednesday, March 17, 2021

~বাউনবাইরা আইয়া পইরো~

হুনছো মাইয়া? মেলা দূর থেইক্কাও বলে প্যাম-বালোবাসা অয়
হজ্ঞলে কইলো আত্বাডারে হেচকা মাইরা কাছে টাইনা আনলেই সই।

ভাইব্বা দেকলাম মিছা কয়নায়, হুদা শইল-চেহেরাডা ভাল্লাগতাসে এমনডা নাতো
মনডার পেডে বুগে তুমি একলাই মেলামাইন বাসুনে গরুর গোস্তো।

ইউটিউবে বালা এক্কান গান হুনলেই তোমারে লিংক পাডানোর লাইজ্ঞা কইলজাডা ইশপিশায়!
রবিন্দ্র সরোবরে পোলা-মাইয়ারা ভেটকাইয়া আত দইরা আটলেই এক্কেরে জ্বইল্লা চুপ অইয়া যাই।

থাইক্কো তুমি যেমুন নামেই পারো, শুক্কুর শনি বুইদ নাইলে বিশুদবারে
তোমার গলার সাউন্ড হুনলেই কেন জানি দুক্কু গুলা পক্ষি অইয়া উইরা মরে।

বেইন্নালাতে এলার্ম অইয়ো, দুফুরের রইদে এক গেলাস টেলকা লেম্বুর পানি
হাইনজালাতে বারি আইতে কইয়ো, রাইত অইলেই কমাইয়ো পরান পুড়ার আটকানি।

ঠেডা নাইলে বান-তুফানে আমারে শক্ত কইরা জরাই দইরো
মনডার বেরামে হারা জনমের লাইজ্ঞা বাউনবাইরা আইয়া পইরো।


*ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় লিখিত*
~২২-০২-২০২১

No comments:

Post a Comment