Wednesday, March 17, 2021

~বর্তমান বিয়োগ অতীত সমান ভবিষ্যৎ~

কাব্যিকতায় বলছি আঠারোশো চুরানব্বই রাত পূর্বের বিয়োগান্তক পুঁথিপাঠ কিংবা লোকগান,
সেদিন আমার সুখকর চারণভূমিতে নৃশংস হত্যাযজ্ঞের বিচার চেয়ে উচ্চ আদালতে হল জমাদান।

অভিযোগের জমাট বাধা ফাইলে ধুলোবালিতে আচ্ছন্ন দেখে ভাঙনে মত্ত পিছুটান
আলেয়ার বিয়োগে প্রাপ্য সুখের সঙ্কেতে ফেলে আসা অন্যায়-অবিচার সাময়িক ম্লান।

এক আক্ষেপের রাতে মরচে ধরা ডাকবাক্সে আকস্মিক ন্যায়বিচারের জানাজানি,
ডাকপিয়নের বার্তায় সংযুক্ত হল কর্মফলের মুল্যায়নে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের শুনানি।

উদযাপনের নিমিত্তে সংগ্রহে আতশবাজি_না! কোথাও কী যেনো তেতো।
সময়ের বিবর্তনে লুট হয়ে গেছে অধিকার
যে আমার না, তার ভোগান্তি পীড়ন গায়ে মাখানো স্রেফ যুগান্তকারী ক্ষত।

এককালীন নৈঃশব্দে শূন্যতার শস্য গোলা মৌসুমি ফসলের স্বস্তিতে পারাপার
থেমেছে রক্তক্ষরণ, ক্ষত মুছায় ব্যস্ত ভারপ্রাপ্ত এক নিখুঁত প্রসাধনীর ব্রান্ড অ্যাম্বাসেডর।

অতঃপর উদাসীন!
ভাবিনা, ভাবায় না, কিছু না, শান্তিচুক্তির ক্ষমায় বিরল প্রতিশোধের দৃষ্টান্তের সম্ভার
মধ্যম পুরুষের "তুমি" উচ্চাভিলাষে আজ স্থানচ্যুত থার্ড পার্সন সিংগুলার নাম্বার৷

~২০-০২-২০২১~

No comments:

Post a Comment