Wednesday, March 17, 2021

~বাবুমশাই অত প্রেম দিওনা~

আংশিক প্রেম দিও, ক্ষুদ্র সামান্যতেই পেট পুরে প্যান্টের বেল্টে স্বস্তি
সমুদ্র সমান প্রেমে কেবল জলাশয়ের বাইন মাছের কর্দমাক্ত আত্মপ্রতিকৃতি।

ক্ষুদ্রঋণ যথার্থ, জমির দলিল বন্ধক'এ একশো কোটি ঋণ গ্রহণে অস্বাচ্ছন্দ্য অযথা নিদ্রা বিলীন
সঞ্চয় করো গাঢ় প্রেম, নমিনির সাক্ষরে ডাকলেই কলমের কালিতে মিলবে বিচ্ছিরি লাইন সীমাহীন।

সন্নাসীর জীবদ্দশায় বসুন্ধরার তিন রুমের বসতবাড়িতে পথভ্রষ্ট হবে সাধন ভজন
অশনী প্রেম লাভা হিমাগারে নিক্ষেপে মিটবে না সংরক্ষিত ক্ষতের আসন।

আত্ম দ্বন্দ্বে পরাজিত হাজারো রজনীর প্রতীক্ষা, আত্মার রীতিনীতির প্রয়াসও বিমুখ
প্রখ্যাত ফার্মাসিউটিক্যালের নিপুণ ফর্মুলার প্যারাসিটামলে ঘুচবে না মনের খোঁড়া অসুখ।

অশ্রু ছুটি দিয়ে নিজ সমর্থনে খানিকটা মিথ্যে বলিও, শ্রেষ্ঠ পদে স্মৃতিচারণের মলাট বিচ্ছিন্নতায় প্রেমহীনতা হোক অভস্ত্য
বেলা অবেলায় অভিমানে আয়নায় নিজেকে ভালোবাসিও, নির্বাসিত কবির মতো তোমারও ভুল প্রেমে কেটে না যাক তিরিশ বসন্ত।

~২৫-০২-২০২১

No comments:

Post a Comment