Saturday, August 15, 2015

অনুতাপ_____হাবিব রহমান

_____________________
আনমনে হারিয়ে যাওয়া সেই বিষাদ নগরীটা,
যেখানে বসবাস ছিলো প্রিয়ার,
দেখি আজো তাহার অবয়ব ছুটে বেরায়।


নগরীতে প্রিয়ার আগমনী পূর্বাভাস পেয়েছিল হয়তো বকুল গাছটা,
তাইতো শোকে-তাপে দুমড়ে মুচড়ে পরেছিল সেদিন,
হারিয়েছিল ঢেউ খেলানো মিষ্টি সুবাস।

প্রথম প্রহরে কুয়াশা বিলীন হয়েছিল,
প্রিয়ার দাম্ভিক ভাবনায়।

হুতুম পেঁচাটা টের পেয়েছিল হয়তো,
বুঝে নিয়েছিল অনাকাংখিত নিস্তব্ধ পরিবেশের মানেটা,
তাইতো রাত জেগে প্রলাপ করেছিল সেদিন।

রঙিন আকাশটা মেঘেতে লুকিয়ে ছিল,
সেদিন জেনেছিলো,
জেনেছিল দেবী রুপি সেই নিপুণ কাল নাগিনীর কথা।

আর আজ,
আজ রক্তক্ষরণের নগরীটা নেই,
বিষাদ নগর সুখের শপথ নিয়েছে,
শুধু অনুতাপ ফেলে আসা ডায়রীর প্রথম কবিতাটা শুনাতে পারিনি।

No comments:

Post a Comment