Saturday, August 15, 2015

অঘোষিত বন্য__হাবিব রহমান

অঘোষিত বন্য
_________________

হিংস্র শুঁকুনের ন্যায় উড়ছে,
ওরা পরোয়া করেনা বৃদ্ধের পুড়ে যাওয়া হাত দুটুকে।
পরোয়া করেনা_এই দুই হাতে মিশে থাকা আগমনী স্বপ্ন গুলোকে।


ওরা দেখেনা, কিশোরীর ঝলসে যাওয়া মুখটাকে
দেখেনা_এ মুখে মিশে আছে কত মায়া,
ওরা পাষণ্ড
ওরা পশু
ওরা নিলজ্জ।

শুঁকুনেরা দেখেনা অসহায় মায়ের কান্না
পেট্ট্রোল-বোমায় পুড়ে গেছে বিবেক?
মানুষের পোষাকে বন্য হয়ে ঘুরিস?

কোন উন্মাদনায় মেতে আছিস?
দেখিস না_ তরুনের ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নের অংশবিশেষ?

সংঘর্ষ ভালো লাগে?
ধ্বংসের বিনিময়ে ক্ষমতার সিংহাসন চায়?
অঘোষিত বন্য তুই।


হরতাল, অবরোধ,পিকেটিং?
বাড়ি যেতে দিবিনা?
আমার মায়ের কাছে যেতে দিবিনা?
নিকৃষ্ট তুই।

শান্তি চাই_শান্তি
ভুলে যা ধ্বংসের কথা,
জীবনের মূল্য বুঝতে শিখ_চল শান্তির বানী ছড়াই।

No comments:

Post a Comment