Saturday, August 15, 2015

ইচ্ছেরা-হাবিব রহমান

আমি বরং তোমার চোখ দুটো কে ভালবাসবো,
চাহনির আঘাতে আহত হয়েছি কতবার

যায়নি কোনো নিরাময় কেন্দ্রে,
ভেবেছি আঘাতে এতো প্রণয়_বরং এভাবেই টিকে থাকাটা মন্দ নয়।


গোলাপি রঙের মাধুর্যের কথা মনে আছে?
আহা বিমোহিত _বেঁচে থেকেও মরে গেছি কতবার,
কতবার ইচ্ছেটাকে কাবু করেছি।

আর ঐ হাসি?
প্রতিবন্ধি হয়ে ছিলাম ভালো লাগায়,
এইতো পুরন হল শত জনমের আকুতি।

মাঝে মাঝে ভাবি,
কেনো এই অবয়বের জন্য যুদ্ধে গেলাম না,
অকারনের পরাজয়ে দ্বিধাগ্রস্ত হয়।

কল্পনায় আর কত আহাজারি হলে বাস্তবতায় সায় দেবে?
কতটা ক্ষতয় মন নাড়াবে,
বদলে যাবে সিদ্ধান্ত।

একাকিত্তের পরিণামে ভুগছে মুঠোফোন,
আমি বরং পিয়ানোর বাজনা শুনে মাতাল হয়ে থাকি।

No comments:

Post a Comment