Saturday, August 15, 2015

অহেতুক প্রণয়______হাবিব রহমান

________________________________________

একটা দীর্ঘ ঝড়ের পর ফিরে এলে কেমন হয়?
না ভুল_ঝড়টাকে ইরেজার দিয়ে মুছে ফেললে কেমন হয়?

ভুলে যাওয়া যাবে অবহেলার ছাপ
সময় গুনা যাবে একসাথে।
মুছে ফেলে ফিরে আসবো প্রথমা বৃত্তে
নির্বোধের মত স্বপ্ন সাজাবো
অকারণে পাড়ি দেবো একশো একটা রাত
অনুভবে ছুয়ে দেবো তোমার কণ্ঠ স্বর।

নতুন দিনে থাকবেনা কোনো তৃতীয়া হায়না
থাকবেনা হঠাৎ করে হারিয়ে যাওয়া_হারালে একসাথে
লুকোচুরি নয়_ বলবো ভালবাসি আমরণ।

ধুলো জমা অনুভূতিতে রঙ মাখালে কেমন হত?
বেঁচে থাকার মূল্য বুঝা যেতো।

পুরনো গান গুলো নতুন করে সাড়া জাগাবে
ভালবাসা খুজে নেবে প্রিয় লাইনে
বারবার প্রিয়তে
গানগুলো উৎসর্গ হবে নিজের মত করে।

হঠাৎ থেমে যায়_ফিরে আসি সজ্ঞানে
স্পর্শ করি অপরিণত ভাবনা
কিসের কি প্রণয়_ বাঁচবো নিজের প্রয়োজনে।

No comments:

Post a Comment