Saturday, August 15, 2015

রূপান্তর__হাবিব রহমান

__________

আত্মহত্যা করেছে মুঠোফোন
কথা বিনিময়ের আবেদন হারিয়ে গেছে

সময় কিনে নিয়েছে বয়স্ক ভাবনারা
আর_শুন্য হৃদপিণ্ডে বাঁচা নয়।

দুঃখটা বেঁচে নেই_ মরে গেছে
পচে গেছে সেই কবে
শুকিয়ে গেছে অশ্রুজল
শুধু ক্ষত লেগে আছে দৃষ্টির আড়ালে।

নিষ্প্রয়োজন অন্তর্জগত্
এক নিঃশ্বাসে পাড়ি দেয়_ক্লান্ত হয়
পরোয়া করেনা অহেতুক বিভ্রম
তাইতো প্রতারনা নয়_বিবাদ মিটে গেছে।

লাল রঙের স্বপ্নরা গাঢ় সবুজে রূপান্তরিত আজ,
স্রোতের আঘাতে বিষাদের প্রলেপ মিলিয়ে যাচ্ছে
বিষণ্ণতা ভুলে যায় আসন্ন দিনের টানে।

অস্পষ্ট যন্ত্রণায় কাতর আর বিলীন হয়েছি বারংবার
আহা_ এতো স্মৃতি মাত্র
সময় এসেছে রূপান্তরের
অতীত আজ বিষাদ নয়_আগামীর উদ্দীপনা

রূপান্তরের এ লগণে কত কি মাধুর্য
পিছে ছিলো কুৎসিত প্রবঞ্চনা আর অসংকীর্ণ কাঁটাবন।

No comments:

Post a Comment